২ মাস ধরে ঝাঁপ বন্ধ গণির নামাঙ্কিত শিক্ষাপ্রতিষ্ঠানের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ গণি খানের নামাঙ্কিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ প্রায় দু মাস। তিনশো কোটি টাকা ব্যায়ের পরও নিট ফল শূণ্য। একজন ছাত্রছাত্রীও বিটেকের সার্টিফিকেট হাতে পাননি। বিভিন্ন স্তরে ভরতি বন্ধ। পরীক্ষার ফল হিমঘরে। সব মিলিয়ে ৮০০ শিক্ষার্থীর ভবিষ্যতে আগেই অন্ধকার নেমে এসেছিল। এবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকায় কোনো আলোর দিশা দেখছেন না ছাত্রছাত্রীরা। অনিশ্চয়তার মুখে শিক্ষকদের ভবিষ্যতও। এই অবস্থায় ৬ ফেব্রুয়ারি থেকে মেন্টর সংস্থা দুর্গাপুর এনআইটিতে প্রতিষ্ঠান খোলা সহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2jPuYhi

February 05, 2017 at 10:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top