নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি- ভাগ্যদেবী যেন দু হাত ভরে দিচ্ছেন বিরাট কোহলিকে। ব্যাট হাতে দুদার্ন্ত ফর্ম, মাঠে বিচক্ষণ অধিনায়কত্ব, সব মিলিয়ে দারুণ সময় পার করছেন ভারত অধিনায়ক। এর মধ্যে আবার ক্রীড়া পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সাথে স্বাক্ষর করেছেন ১০০ কোটি রুপির চুক্তি। এই চুক্তির পর কোহলিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পুমার সাথে চুক্তিতে থাকা জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট, চেলসির তারকা ফুটবলার সেস ফ্যাব্রিগাসসহ আরও অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে উসাইন বোল্ট টুইট করেছেন, অসাধারণ পছন্দ ! পরের ধাপে উঠে আসার সময় হয়ে গেছে। বোল্টকে ধন্যবাদ দিতে গিয়ে কোহলি বলেছেন, আমি যদি তোমার মত দ্রুতগামী হতে পারতাম... ধন্যবাদ কিংবদন্তি। কোহলিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ছবি আপলোড করেছেন চেলসির স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার নিজের স্বাক্ষর করা এক জোড়া বুট হাতে নিয়ে ছবি তুলে আপলোড করেছেন। লিখেছেন, দলে আরও একজন কিংবদন্তি যুক্ত হল। পুমার জগতে স্বাগতম। এই যে তোমার উপহার। উত্তরে ফ্যাব্রিগাসের মাতৃভাষা স্প্যানিশ ও ইংলিশ মিলিয়ে কোহলি লিখেছেন, তোমার দারুণ উপহারের জন্য ধন্যবাদ। তুমি একজন চ্যাম্পিয়ন। তথ্যসূত্র: ডেকান ক্রনিকল এফ/২০:৫৫/২১ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m8dXfu
February 22, 2017 at 02:55AM
21 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top