গোমস্তাপুরের ভাটখৈর প্রাথমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ বছর পুর্তি উৎসব পালিত হয়েছে।
বিদ্যালয়টি দীর্ঘ পথপ্ররিক্রমায় বিকশিত জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও শিক্ষার আলো, শিক্ষায়তনটির সফলতার স¦াক্ষর এই পতিপাদ্যকে সামনে রেখে শনিবার দিনব্যাপি নানান অনুষ্ঠান পালিত হয়।
সকালে বিদ্যালয় প্রঙ্গন থেকে একটি বণ্যর্ঢ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উদ্ধোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬০ বছর উদযাপন কমিটির সভাপতি ডাঃ এমরান আলী সরদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার সামশুজ্জামান, রাধানগর ইউনিয়ানের চেয়ারম্যান লিয়াকত আলী খান, সহকারি শিক্ষ শরীফুল ইসলাম, প্রাক্তন শিক্ষক হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামনুর খাতুন, প্রাক্তন ছাত্র আঃ রাজ্জাক ও প্রাক্তন ছাত্রী হুমাইরা খাতুন।
এর আগে বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং পন্ডিত আবুবকর নামে একটি কল্যান ট্রাস্ট গঠন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিশপ্ত যৌতুক নামের নাটক মঞ্চস্থ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৫-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2lGGR6G

February 25, 2017 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top