ঢাকা, ০৩ ফেব্রুয়ারী- শিরোনামটা দেখে শুরুতে অনেকেই খাবি খেতে পারেন। অনেকে এটাকে অহংকারও ভাবতে পারেন। কিন্তু আসল কথা হলো, দলে যখন পেশাদারিত্ব আসে তখন কোনো দলকে খাটো করে দেখার মানসিকতা থাকে না। যেমনটা নেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের মাঝে। তাই তার কাছে র্যাংকিংয়ের শীর্ষ দল ভারত কিংবা সবার নিচের দল জিম্বাবুয়ে সমান শক্তিধর প্রতিপক্ষের মর্যাদা পায়। ভারতে একটি মাত্র টেস্ট খেলার উদ্দেশ্যে বৃস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঢাকা ছেড়েছে। ঢাকা ছাড়ার আগ মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক জানান, জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেললে বরং বেশি চাপ থাকে। ভারতের মতো বড় দলের বিপক্ষে আমাদের অনেক কিছু করার আছে। এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এমন খেলতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়। তাহলে কেমন খেলতে চান টাইগাররা? দেশের মাটিতে কখনোই ভারতের বিপক্ষে টেস্টে জিততে পারেনি বাংলাদেশ। ৮ টেস্টের ৬টিতে হার, বাকি দুটি বৃষ্টির সৌজন্যে ড্র। এই সমীকরণে দাঁড়িয়ে কী লক্ষ্য নিয়ে তারা এই ঐতিহাসিক ভারত সফরে যাচ্ছে? জানা গেল, কোচের চোখে জয়ের স্বপ্ন। আর অধিনায়ক শোনালেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের গল্প। মুশফিক বললেন, কন্ডিশন যেমনই হোক, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এখানে ব্যক্তিগত নয়, দরকার দলীয় পারফর্মেন্স। তাদের বিপক্ষে তিন দিন নয়, পুরো পাঁচ দিন ভালো খেলতে চাই।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kYcCdY
February 03, 2017 at 07:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top