হায়দ্রাবাদ, ১২ ফেব্রুয়ারি- বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যক্তিগত রেকর্ড তৈরী করেনিল ভারতীয় স্পিন যাদুকর রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম টেস্টে খেলে ২৫০ টেস্ট উইকেট লাভের মাইলফলক অর্জন করেন তিনি। তার বর্তমান টেস্ট উইকেটের সংখ্যা ২৫১। মধ্যাহ্ন ভোজনের বিরতির খানিক আগে সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের উইকটটি নিয়েই এই মাইলফলকে পৌঁছান টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই অলরাউন্ডার। তার আগে ৪৮ টেস্ট খেলে এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলি। সেটা করেছিলেন ১৯৮১ সালে ভারতের বিপক্ষেই। এবার সেই লিলিকেই পেছনে ফেললেন অশ্বিন। এই মাইল ফলকে পৌঁছাতে অশ্বিনকে খেলতে হয়েছে ৪৫টি টেস্ট। ৪৯ টেস্টে ২৫০ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। অশ্বিন এই টেস্টের প্রথম ইনিংসে ২৮.৫ ওভার বল করে ৯৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। তবে অশ্বিনের ঘুর্ণিতে যেভাবে ব্যাটসম্যনরা পরাস্ত হচ্ছেন না জানি তিনি কোথায় থামনে। এফ/১৬:৫০/১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kjXfb2
February 12, 2017 at 10:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top