মুম্বাই, ০১ ফেব্রুয়ারি- অভিনয়ের পাশাপাশি বই লেখার প্রতি মনোনিবেশ করেছেন সোহা আলী খান। এ বছর তার প্রথম বই বের হচ্ছে। বইয়ে তার নিজ জীবনের বিভিন্ন ধরনের রসাত্মক ও অদ্ভূত গল্পের সমন্বয় থাকছে বলে তিনি জানান ভারতীয় গণমাধ্যমকে। রাজকীয় রাজকন্যা ও আপাত ধরনের অভিনেত্রী হিসেবে তার অভিজ্ঞতাও বইয়ে তুলে ধরেছেন তিনি। এক বিবৃতিতে পেঙ্গুইন ইন্ডিয়া বলে, দ্য পেরিলস অব বিং মডারেটলি ফেমাস শিরোনামে সোহার বই বের হচ্ছে। সোহা বলেন, আমি বই পড়তে খুব ভালোবাসি। এক মিনিটে আমি মোটামুটি ৫১০টি শব্দ পড়তে পারি। সুতরাং আমার জন্য বই লেখা খুব একটা কঠিন নয়। আমি আমার অবসর সময়গুলোতে লেখালিখি করতেই পছন্দ করি। আমি যদিও আমার পরিবারের কাউকে নিয়ে কোন ব্যক্তিগত তথ্য দেইনি। কিন্তু আমার যাবতীয় অভিজ্ঞতার ঝুলি বলা যেতে পারে বইটিকে। ব্যক্তিগত জীবনে সোহা আলী খান বালিওল কলেজ, অক্সফোর্ডে মডার্ন হিস্ট্রি পড়েছেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স ও পলিটিক্যাল সাইন্স থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। সূত্র: ফেমিনা আর/১২:১৪/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jzBFPr
February 01, 2017 at 07:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top