বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরের কাউন্সিল নগদ অর্থের সঙ্কটে থাকা স্থানীয়দের সাহায্য করার জন্য একটি অভিনব পদ্ধতি গ্রহণ করেছে।
তারা পানি এবং গ্যাসের বিল নিচ্ছে পুন:ব্যবহারযোগ্য আবর্জনার বিনিময়ে।
রাচাচো শহরের কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় পোস্টার সাটিয়েছে যে তারা পানি এবং গ্যাস বিলের জন্য অর্থের পরিবর্তে কাগজ, প্লাস্টিক এবং কাঁচও গ্রহণ করবে।
রোগাচেভ অনলাইন সংবাদে বলা হচ্ছে, শহরটিতে সম্প্রতি অনেক মানুষ তাদের বিল দিতে পারছে না। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রুশ কিছু অনলাইন ব্যবহারকারী এই পদ্ধতি সেখানেও গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
কিন্তু স্থানীয়দের অনেকে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। বিশেষ করে কতটা আবর্জনা বিনিময় করা যাবে সেনিয়ে স্পষ্ট কোন নির্দেশনা না থাকায়।
কেউ কেউ মনে করছেন, এটি কাঁচ এবং প্লাস্টিক উচ্চমূল্যে বিক্রি করার একটি ফন্দি। রেগাচেভ অনলাইনের খবরে বলা হচ্ছে, সৃজনশীল এই উদ্যোগকে তারা স্বাগত জানালেও মানুষজন যখন কাঁচ এবং প্লাস্টিকের বোতল নিয়ে ব্যাংকে হাজির হবে, তখন ব্যাংক কি করবে সেটি নিয়ে চিন্তার অবকাশ আছে।
অনেক বছর যাবত এলাকাটির পানির সরবরাহের মানও খুব খারাপ এবং মাঝে মাঝে এমন পানি আসে যেটি খাওয়াতো দুরের কথা, সেটি দিয়ে ধোয়াধুয়ির কাজও করা যায় না।
কাউন্সিল থেকে নতুন ফিল্ট্রেশন ব্যবস্থা বসানোর কথা বলা হচ্ছে। কিন্তু সেটিও হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lfvHoI
February 06, 2017 at 07:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.