উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ সম্পত্তি ধ্বংস বন্ধে কঠোর আইন সংক্রান্ত বিলের আলোচনার শুরুতেই বুধবার নজিরবিহীন ঘটনা ঘটে বিধানসভায়। শরীরে লাগানো ছবি ও মন্তব্য সহ অ্যাপ্রন খুলতে না চাওয়ায় বিধানসভায় বিরোধী নেতা আবদুল মান্নানকে স্পিকার বহিষ্কার করেন। কিন্তু মান্নান অধিবেশন কক্ষ ছেড়ে যেতে চাননি। জোর করে বের করে দিতে গেলে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এতে আহত হন মান্নান। তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন সেখানে উপস্থিত বিধায়করা। অসুস্থ ও অচেতন মান্নান সাহেবকে সেইসময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে ৩০ মিনিট সভায় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার পরবর্তী বিধানসভার ইতিহাসে এই প্রথম বিরোধী নেতাকে বহিষ্কার করা হল।
from Uttarbanga Sambad http://ift.tt/2luYDta
February 09, 2017 at 08:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন