আপাতত স্থগিত শশীকলার শপথ গ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ মঙ্গলবার মুখ্যমন্ত্রীপদে শপথ গ্রহণ করার কথা ছিল শশীকলা নটরাজনের। কিন্তু আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্থগিত তাঁর শপথগ্রহণ। যতক্ষণ এই মামলায় ক্লিন চিট না পাবেন ততক্ষণ মুখ্যমন্ত্রী হতে পারবেন না শশীকলা। যদি শশীকলা এই মামলায় দোষী সব্যস্ত হন তাহলে তিনি আপাতত বসতে পারবেন না মুখ্যমন্ত্রীর চেয়ারে। কারণ, কোনো মামলায় যদি কোনো অপরাধীর ২ বছরের বেশী সাজা হয় তাহলে আগামী ছয় বছরের জন্য তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না।

আগামী সপ্তাহে হবে এই মামলার শুনানি। তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হলে তিনিই হচ্ছেন তামিলনাড়ুর আগামী মুখ্যমন্ত্রী।



from Uttarbanga Sambad http://ift.tt/2kCQYc3

February 07, 2017 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top