মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি- সম্প্রতি করণ জোহর তাঁর আত্মজীবনীতে খোলাখুলি বলিউডের অনেক ঘটনা, বহু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন। তবে সমস্ত বিতর্কিত তথ্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল কাজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তিনি বলেন, কাজল এক সময় তাঁর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হলেও আজ তাঁদের সম্পর্ক সম্পূর্ণ শেষ। অতীত হয়ে গেছেন কাজল তাঁর জীবনে। এই ঝগড়া এবং ভাঙনের জন্য কাজলের স্বামী অজয় দেবগণকে দায়ী করেন তিনি। করণের এই স্বীকারোক্তির পর অজয় মুখ খুললেও কাজল নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাতকারে কাজল বলেন, সম্পর্ক আসলে একটা জটিল বিষয় এবং যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখাই একটা যৌথ প্রচেষ্টার ফল। এর সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। বলিউড তাঁদের কাজের জায়গা। কিন্তু এই বন্ধুত্ব ছিল আর পাঁচটা সাধারণ বন্ধুত্বের মতোই। সেখানে সম্পর্কের সমস্ত অনুভূতিগুলোই উপস্থিত ছিল। সেই অনুভূতির কোনও একটা আঘাত পেলে অন্যগুলো ধীরে ধীরে টলে যায়। তাই করণ কাজল সম্পর্কে তাঁর ক্ষোভ প্রকাশ্যে উগড়ে দিলেও কাজল বিষয়টাকে ব্যক্তিগত স্তরেই রাখতে চেয়েছেন। প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। সূত্র: এবিপি আর/১০:১৪/১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2la1KZg
February 20, 2017 at 05:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top