দুবাই, ০৪ ফেব্রুয়ারি- আমূল পরিবর্তন আসছে ক্রিকেটে। আইসিসি এক্সিকিউটিভ কমিটির সভায় ক্রিকেটের সূচিকে ঢেলে সাজানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুবাইতে চলমান দুইদিন ব্যাপি আইসিসি কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হবে দুই বছর ব্যাপি লিগ পদ্ধতিতে। আর ১৩ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে লিগ। যেখান থেকে বাছাই করা হবে পরবর্তী বিশ্বকাপের দল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আঞ্চলিক বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পক্ষেও মত দিয়েছে কার্যনির্বাহী কমিটি। মূলতঃ ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকে ঢেলে সাজাতে চাইছে আইসিসি। চিফ এক্সিকিউটিভ কমিটি এমনই মতামত জানিয়েছে। এই দুই ফরম্যাটের ক্রিকেটকেই লিগ ফরম্যাটে খেলানোর কথা ভাবছে আইসিসি। এর ফলে প্রতিযোগিতাও অনেক বেড়ে যাবে। আইসিসি কার্যনির্বাহী কমিটির সভায় কিন্তু কার্যত দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট প্রস্তাবের পক্ষেই মতামত দেয়া হয়েছে। তবে সিস্টেমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টেস্ট লিগ অনুষ্ঠিত হবে ৯-৩ পদ্ধতিতে। অর্থ্যাৎ, শীর্ষ ৯টি দেশ একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একটি করে টেস্ট ম্যাচ খেলবে। যেটা চলবে দুবছর ধরে। এর মধ্য থেকে বাছাই করা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে শীর্ষ দুই দলের মধ্যে একটি প্লে-অফ অনুষ্ঠিতও হতে পারে। ওয়ানডে ক্রিকেটে প্রস্তাব দেয়া হয়েছে ১৩ দলের লিগ পদ্ধতির। যেখান থেকে পরবর্তী বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে ১০টি দল। ২০১৯ সাল থেকেই এ পদ্ধতি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। টু-টিয়ার টেস্ট লিগ হবে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে। সেটি হবে এলিট লিগ। ৯-৩ পদ্ধতিতে এর বাইরে বাকি তিন দল, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে নিয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় স্তরের লিগ। তবে এ ক্ষেত্রে শর্ত হলো আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে টেস্ট স্ট্যাটাস পেতে হবে। কিংবা অন্য কোনো সহযোগি দেশও এখানে আসতে পারে। স্থানীয় টি২০ প্রতিযোগিতাগুলোকে মিলিয়ে দেওয়া হবে টি২০ বিশ্বকাপের জন্য। এইসব মিলে পুরো আবেদন আইসিসি বোর্ডে পেশ করা হবে। যেগুলো নিয়ে আগামী এপ্রিলে আবারও আইসিসির বোর্ড সভায় আলোচনা হবে বলে জানানো হয়েছে। শনিবার আইসিসির সভায় খেলার ফিন্যান্সিয়াল মডেল নিয়ে আলোচনা করার কথা ছিল। এখানেই স্পষ্ট হওয়ার কথা বিগ থ্রির অস্তিত্ব থাকবে কী থাকবে না। এর বাইরে চার বছরে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করারও পরিকল্পনা থাকছে। ২০১৮-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বিশ্বকাপ হবে ২০২২-এ। আর/১০:১৪/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jOE49b
February 05, 2017 at 04:22AM
04 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top