উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়ি ও জলপাইগুড়িঃ শিশু পাচার কাণ্ডে এবার নাম জড়াল বিজেপি-র কেন্দ্রীয় নেতা-নেত্রীর। সিআইডি হেপাজতে থাকা এই ঘটনার মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী মঙ্গলবার দাবি করেছেন, এই ঘটনায় তিনি নির্দোষ, ফাঁসানো হয়েছে তাকে। এদিন তিনি বলেন, জুহি দিল্লিতে রূপা গাঙ্গুলি এবং কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করিছেন, সঙ্গে ছিলেন চন্দনা, কিন্তু তৃণমূল করতেন বলে দেখা করেননি তিনি। চন্দনা নিজেকে, ভাই মানস ভৌমিক এবং হোমের কর্মী সোনালি মন্ডলকে নিরপরাধ দাবি করেন এদিন।
চন্দনাকে ডিজ্ঞাসাবাদ করে সিআইডি আরও জেনেছে, জুহি আগেই চন্দনাকে হোম চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের সাড়ে ২২ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। শর্ত, অর্ধেক টাকা দিতে হবে জুহিকে। ওই টাকায় একটি রিসর্টের মালিক হওয়ার স্বপ্ন দেখত জুহি।
তৃণমুলের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, ‘দলের কেউ চন্দনার হোমোর সঙ্গে যুক্ত নয়। সিআইডি সঠিকভাবে তদন্ত করছে।’
রূপা গাঙ্গুলি এদিন জানান, বিভ্রান্তি ছড়ানোর জন্য বারবার শাসকদল তাঁর নামে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে। প্রয়োজনে তিনি মানহানির মামলা করবেন শাসকদলের বিরুদ্ধে।
from Uttarbanga Sambad http://ift.tt/2lv9D9p
February 28, 2017 at 09:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন