বিশ্বনাথে আহবায়ককে নিয়ে ফেসবুকে কটুক্তি : থানায় অভিযোগ

ফেসবুকে কটুক্তি

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক ফজল খান কে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ফজল খান।

অভিযোগে ফজল খান উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বাসিয়া নদী খনন ও অবৈদ স্থাপনা উচ্ছেদ’সহ ৫ দফা দাবিতে মানববন্ধন, স্থানীয় ও জাতীয় পত্রিকা, ম্যাগাজিন এবং ফেসবুকের মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছেন। তার ব্যবহৃত ‘ফজল খান ফজল খান’ নামক ফেসবুক আইডিতে গত ২৬ ফেব্রুয়ারি একটি ছবি পোষ্ট করলে এই পোষ্টের নীচে অনেকেই বিভিন্ন কমেন্ট করেন। এরই ধারাবাহিকতায় ‘আজিজুর রহমান’ নামের একটি আইডি থেকে কমেন্ট আসে ‘সুনলাম আপনি নাকি গাজা কর’।

ফজল খান পাল্টা কমেন্ট করলে ‘আজিজুর রহমান’ আরেকটি কমেন্টে বলেন ‘যদি হাসা না অয় তা জাপা তরন পাটি লাক ল কানে’। তার (আজিজুর রহমান) কথামতো ‘তরুণ পার্টি’ আইডি সার্চ করলে দেখা যায় ঐ আইডির প্রোফাইলে দেখা যায় সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ছবি রয়েছে এবং আইডিতে ফজল খান, তার পরিবারের সদস্যদের ও বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আন্দোলন নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করা হয়েছে।

এসব স্ট্যাটাস ‘নীল আকাশ’ নামের আরেকটি আইডি শেয়ার করে এবং এই পোষ্টগুলো ‘আজিজুর রহমান’ আইডি শেয়ার ও লাইক করে। ‘আজিজুর রহমান’ আইডির প্রোফাইলে যে ছবিটি রয়েছে তা বিশ্বনাথ উপজেলার মিরেরচর গ্রামের ছাতির আলীর ছেলে। এছাড়া গত ২৯ ডিসেম্বর রাতে বাসিয়া ব্রিজের উপর ফজল খানের লাগানো ‘বাঁচাও বাসিয়া’ নামের বিলবোর্ডটি ছিড়ে ফেলায় ১ জানুয়ারি বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেন ফজল খান। বুধবার থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে ফজল খান উল্লেখ করেন তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kW6rDa

February 01, 2017 at 10:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top