লাকসামের উন্নয়নের সবধরনের সহযোগিতা করা হবে —পরিকল্পণামন্ত্রী

মোঃ আবুল কালাম ● শনিবার লাকসাম দৌলতগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন দুপুরে ব্যাংকরোড চত্তরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, পরিকল্পণা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে  ও লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েস, প্রচার সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তামান্না মাহমুদ, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাছলিম হোসেন, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৮২ জন ব্যবসায়ির মাঝে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ৬৫ জন ভাড়াটিয়া ব্যবসায়ীর মাঝে নগদ ৩ হাজার টাকা ও পৌরসভার পক্ষ থেকে ১৫ জন দর্জির মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পণামন্ত্রী লোটাস কামাল বলেন, দুর্যোগ কখনো বলে কয়ে আসেনা। দুর্যোগ আসার আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হয়। এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাহিদা হলো প্রত্যেক শহরে জলাধার নির্মাণ করা। এ লক্ষ্যে স্থাপনা নির্মাণের সময় পর্যাপ্ত খালি জায়গা রাখতে হবে। অনুষ্ঠানে পরিকল্পণামন্ত্রী লাকসাম পৌর শহরের উন্নয়নে ৫০ কোটি টাকা ও ইউনিয়নের উন্নয়নে পূর্বের ১৪ কোটি টাকার স্থলে ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। অল্প সময়ের মধ্যে প্ল্যান তৈরি করে জমা দেয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বরাদ্দকৃত টাকা যথাযথ ব্যবহারের আহবান জানান। মন্ত্রী বলেন, লাকসাম আমাকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। লাকসামের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। উন্নয়ন কর্মকান্ডে সবসময় অগ্রাধিকার পাবে লাকসাম।

The post লাকসামের উন্নয়নের সবধরনের সহযোগিতা করা হবে —পরিকল্পণামন্ত্রী appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2l7P7Mj

February 04, 2017 at 07:21PM
04 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top