ঢাকা, ২০ ফেব্রুয়ারি- চলতি বছরটা বেশ ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। ভারত টেস্টের পর এবার টাইগারদের সামনে শ্রীলঙ্কা সিরিজ। আগামী মার্চে শ্রীলঙ্কা দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। চলতি মাসের ২৭ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে মাশরাফি-মুশফিক বাহিনী। লঙ্কানদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এনং ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, আগামীকাল (আজ) টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হবে। দল ঘোষণার পরেই ২৩ ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে বাংলাদেশ দলের কন্ডিশন ক্যাম্প। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, টেস্ট সিরিজের জন্য দলে কোন বড় ধরনের পরিবর্তন আনা হবে না। নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়া ওপেনার ইমরুল কায়েসেরও এই সিরিজে ফেরার কিছুটা সম্ভবনা রয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তবে সব ছাপিয়ে দলের জন্য বড় প্রাপ্তি কাটার মাস্টারের দলে ফেরা। নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ যার কারণে ভারতের বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার সম্ভবনা অনেক। আগামী মাসের ৭ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হওয়ার পূর্বে ২ ও ৩ মার্চ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়ানডে সিরিজের পূর্বে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর/১০:১৪/২০ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lwJVV2
February 20, 2017 at 06:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন