মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি- বেশ কবার শাহিদ কাপুর বলেছেন, তার আর কঙ্গনার মধ্যে সব ঠিকঠাক আছে। দুজনের মধ্যে কোল্ড-ওয়ার চলছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা স্রেফ গুজব। অনেকে সেকথা মেনেছেন, অনেকে মানেননি। তবে এবার আবারও শাহিদ-কঙ্গনার মধ্যে চলা দ্বন্দ্বের খবর সামনে এলো। শোনা যাচ্ছে, শাহিদ ঠিক করেছেন, তিনি আর কঙ্গনার সঙ্গে ছবি করবেন না! গুঞ্জনকারীদের দাবি, শুটিংয়ের সময় কঙ্গনা ও শাহিদের মধ্যে প্রচুর তর্কবিতর্ক হত। বেশিরভাগ সময়ই দুজনের মত মিলত না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, কথা বলতে নিতান্ত বাধ্য না হলে পরস্পরকে এড়িয়েই চলতেন তারা। বলিউডের কেউ কেউ তো এও বলছেন, এমন চলতে থাকলে কঙ্গনার টিকে থাকা দায় হবে। তাকে এমন কোনো ছবি করতে হবে যেখানে হিরো এবং হিরোইন দুটোই তিনি নিজে! কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক ভালো নয়, রেঙ্গুন-এর শুটিং শেষ হওয়ার পরপরই এমন খবর সামনে এসেছিল। দুজনে বিষয়টি অস্বীকার করছিলেন। কিন্তু মাঝেমধ্যে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন দুজনেই। শাহিদের সঙ্গে কাজ করাকে কঙ্গনা দুঃস্বপ্নের মতো বলেছেন। শাহিদও বলেছেন, তার সহ-অভিনেত্রীর কল্পনাশক্তি অতিরিক্ত। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহিদ এও বলেছেন, গোটা বিষয়টা তার কাছে টেবিল টেনিস ম্যাচের মতো। কঙ্গনার প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়া তার কাছে টেবিল টেনিস ম্যাচের মতো। তিনি এন্ড টু এন্ড খেলতে চান। কঙ্গনার উচিত তার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ও টিম স্পিরিট নিয়ে কাজ করা। আর/১৭:১৪/২৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lgQrfv
February 25, 2017 at 12:18AM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top