ঢাকা, ১১ ফেব্রুয়ারী- দলের মহাবিপদে আবারও হাল ধরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অধিনায়ক মুশফিকুর রহিম। তৃতীয় দিন সকালে পর পর ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চোখে সর্ষেফুল দেখছে তখন শক্ত হাতে দলের হাল ধরেন সাকিব-মুশফিক। দুজনে মিলে ইতিমধ্যে ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। দুজনের ব্যাটিং দেখে অনেকেরই মনে পড়ে যাওয়ার কথা নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের কথা। সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের দেড়শ, আর দুজনের সেই রেকর্ড গড়া ঐতিহাসিক জুটি। হায়দরাবাদেও বাংলাদেশের জন্য এমন একটি জুটি এখন ভীষণ জরুরী। বল হাতে সাফল্য পাননি সাকিব। কিপিং এবং অধিনায়কত্ব করতে গিয়েও বেশ কয়েকবার তালগোল পাকিয়েছেন মুশফিক। সেই ব্যর্থতা এবার ব্যাট হাতে পুষিয়ে দেওয়ার সুযোগ দুজনের সামনে। দুর্ভাগ্যজনকভাবে সৌম্য সরকারকে (১৫) হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ তৃতীয় দিন লাঞ্চের আগেই আরও ৩ উইকেট হারায়। অকারণে কুইক রান নিতে গিয়ে রানআউট হন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল (২৫)। কিছু পরে প্যাভিলিয়নের পথে হাঁটেন মমিনুল হক (১২)। তিনি উমেশ যাদবের বলে এলবিডাব্লিউ হয়ে যান। এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন পরবর্তী ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদও। তিনি আউট হওয়ার আগে ২৮ রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। এখনও ৫৩২ রানে পিছিয়ে বাংলাদেশ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lzj5IK
February 11, 2017 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top