প্রশ্নপত্রে ‘লোভী চিকিৎসক’: ক্ষুব্ধ চিকিৎসকরা

65এসএসসি পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে চিকিৎসক সমাজ ভীষণ ক্ষুব্ধ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বইছে সমালোচনার ঝড়। প্রশ্নটিতে একজন লোভী চিকিৎসকের সঙ্গে তার এক উদার বন্ধুর তুলনা করে মনুষ্যত্বের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীদের কাছে নিজেদের লোভী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।

গত বৃহস্পতিবার ঢাকা বোর্ডের বাংলা সৃজনশীল প্রশ্নপত্রের দুই নম্বর প্রশ্নটি ছিল এমন, ‘জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র্য বিমোচন করতে গিয়ে তিনি সব সময় অর্থের পেছনে ছুটতেন। একসময় গাড়ি-বাড়ি, ধন-সম্পদ সব কিছুর মালিক হন। তবুও তার চাওয়া পাওয়ার শেষ নেই। অর্থ উপার্জনই তার একমাত্র নেশা। অন্যদিকে, তার বন্ধু সগীর সাহেব তার ধন-সম্পদ থেকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। তিনি মনে করেন, সুন্দরভাবে জীবনযাপনের জন্য বেশি সম্পদের প্রয়োজন নেই।’

শিক্ষার্থীদের ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে।

এমন প্রশ্নপত্রের প্রতিবাদে শনিবার (৪ ফেব্রুয়ারি) শাহবাগে মানববন্ধন করবে চিকিৎসক সমাজ। এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি এবং চিকিৎসক সমাজের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিএমএ।

অন্যদিকে, আগামী রবিবার শিক্ষামন্ত্রী এবং ঢাকা বোর্ডের কাছে এর প্রতিবাদে স্মারকলিপি দেবে স্বাচিপ। এ বিষয়ে স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলান বলেন, ‘আমি মনে করি, দেশের তরুণ প্রজন্মের কাছে এমন মিথ্যা, বানোয়াট, কূরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন জাতির জন্য কলঙ্কজনক ঘটনা। যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যিনি বা যারা এই প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে শাস্তির দেওয়ার অনুরোধ জানিয়েছি



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ka145T

February 03, 2017 at 09:28PM
03 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top