বাবু সাহা,লেবাননঃ লেবাননের বৈরুত দূতাবাসে পালিত হল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার দূতাবাসের ছাদে অস্থায়ী শহীদ মিনারে বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহনে মহান শহীদ ও মাতৃভাষা দিবস উদযাপন করেন।
মহান শহীদ ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের সকাল ৭.০০ ঘটিকায় রাষ্টদূত জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।পরে ৭.১৫ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে বৈরুত দূতাবাসের সকল কর্মকর্তার অংশগ্রহনে মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার প্রথম পুস্পস্তবক অর্পণ করেন।পরে পর্যায়ক্রমে লেবাননের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অরাজনৈতিক সংগঠন বি-বাড়ীয়া তিতাস প্রবাসী সংগঠন, আমরা প্রবাসী বাংলাদেশ, কাজী নজরুল এসোসিয়েসন সহ সাধারন প্রবাসী বাংলাদেশীরা শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন,মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা হবার পর সারা পৃথিবীতে বাংলা ভাষা সম্মানিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারির নির্ধারিত দিনটি লেবাননে কর্মদিবস থাকায় দূতাবাস কতৃক আয়োজিত আলোচনা পর্বটি আগামী রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ভাষা দিবসে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি প্রবাসী সুশীল সমাজ, প্রবাসী ভাই-বোন সংগঠন সহ অন্যান্য সামাজিক সংগঠন লেবাননের বিভিন্ন প্রান্তে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানান।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l3KDpF
February 21, 2017 at 08:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.