উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ মহাকাশে অনেকদিন ধরেই আরও এক পৃথিবী সদৃশ গ্রহের খোঁজ চালাচ্ছিল নাসা। অবশেষে পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে এবার পৃথিবীর মতো আরও ৭টি গ্রহের খোঁজ মিলল। যাদের সঙ্গে অনেকটাই মিল রয়েছে পৃথিবীর। এই গ্রহগুলিও সূর্যের মতো একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে।
পৃথিবীর মতো পরিবেশ ও আবহাওয়া থাকায় এই গ্রহগুলিতে জল ও প্রাণ থাকার সম্ভাবনাও থাকতে পারে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ট্রপিস্ট নক্ষত্র, যার ব্যাস সূর্যের মাত্র ৮ শতাংশ, তাকে ঘিরে ঘুরছে প্রায় সমআয়তনের সাতটি গ্রহ। ট্রপিস্ট নক্ষত্রটির আকার অনেকটা বৃহস্পতির মতো। ট্রপিস্ট, সূর্যের চেয়ে কম উজ্জ্বল এবং আকারে ২০০ গুণ কম।
গতবছর মে মাসে অবশ্য ‘ই’, ‘এফ’ এবং ‘জি’ এই তিনটি গ্রহ আবিষ্কার হয়েছিল। তিনটি গ্রহেরই তাপমাত্রা ০-১০০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে বাকি চারটির খোঁজ মিলেছে সম্প্রতিই।
নাসা জানিয়েছে, খুব শীঘ্রই ওই গ্রহগুলির রাসায়নিক উপাদান, বিভিন্ন গ্যাসের উপস্থিতি, ভূমির প্রকৃতি, আবহাওয়া, পরিবেশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2lyvA8p
February 23, 2017 at 05:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন