মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি- কলকাতা ছবির জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বলিউডে শক্ত অবস্থান করতে না পারলেও কলকাতার ছবিতে বেশ আলোচিত তিনি। বলিউডের ছবি থেকে নিজেকে গুছিয়ে নিচ্ছেন এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে তিনি এমনটাই জানান। জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র বাংলা ছবিতে মন দিতে চান। তাই কলকাতায় ফিরে যাচ্ছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড ছবি ২০০৬ বারাণসী সর্ম্পকে রাইমা বলেন, ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিল। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। আমি প্রধান ভূমিকায় অভিনয় করছি। এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি। ২০০৬ বারাণসী ছবিটি পরিচালনা করেছেন আর্যমান কেশু। ছবিতে রাইমার সঙ্গে অভিনয় করেছেন প্রয়াত ওম পুরি। কিন্তু প্রয়াত এই অভিনেতার সঙ্গে ছবিতে তার কোনো দৃশ্য নেই বলে আক্ষেপ করেন রাইমা। এ বছর এপ্রিল-মে মাসের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর এ ছবির পর বলিউডের আর কোন ছবিতে রাইমাকে দেখা যাবে না বলে জানিয়েছেন তিনি নিজেই। এফ/১৬:২৩/১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lXeJze
February 19, 2017 at 10:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top