ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রবণতা। ডিএসইতে এক হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ৭৮ লাখ টাকা বেশি।
গতকাল ডিএসইতে এক হাজার ৯৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে আজ মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৪ পয়েন্টে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kOp3b3
February 14, 2017 at 04:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন