ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ

tঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রবণতা। ডিএসইতে এক হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ৭৮ লাখ টাকা বেশি।

গতকাল ডিএসইতে এক হাজার ৯৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে আজ মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৪ পয়েন্টে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kOp3b3

February 14, 2017 at 04:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top