কলকাতা, ১৪ ফেব্রুয়ারি- ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হজরত আলী আব্দুল কাদের শামসুল কাদের সৈয়দ শাহ্ মোরশেদ আলী আল-কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.)-এর বার্ষিক ওরশ শরীফে যোগ দিতে প্রতি বছরের মতো এবারও রাজবাড়ী থেকে ২১শ যাত্রী নিয়ে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ২২টি বগি সম্বলিত বিশেষ ট্রেনটি ছেড়ে যায়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেদিনীপুরের মির্জা মহল্লায় অবস্থিত জোড়া মসজিদে ১১৬-তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। কাদেরীয়া তরীকার সাজ্জাদানশীন বড় হুজুরপাক কেবলা হযরত সৈয়দ শাহ্ রশীদ আলী আল্ কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল্ বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিলুহুল আলী পবিত্র ওরশ পরিচালনা করবেন। বিশেষ ট্রেনে ওরশ যাত্রীদের মধ্যে প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবক ও চিকিৎসকসহ ১১শ ৪৫ জন পুরুষ, ৮৫৩ জন নারী এবং ৮৫ জন শিশু রয়েছে। ওরশ যাত্রীদের মধ্যে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার যাত্রী রয়েছে। ওরশ শরীফ শেষে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে। রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী বাংলানিউজকে জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ভারতের মেদিনীপুর ওরশ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই বিশেষ ওরশ ট্রেন চালুর ব্যবস্থা করে। তারই ধারাবাহিকতায় বিগত ১১৫ বছর ধরে রাজবাড়ী থেকে বিশেষ ওরশ ট্রেনটি ছেড়ে যায়। মেদিনীপুর ওরশ শরীফের উল্লেখিত তারিখে রাজবাড়ীর খানকা-এ কাদেরীয়া বড় মসজিদের ওরশ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিশেষ ওরশ ট্রেন ছাড়াও রাজবাড়ী জেলা থেকে সড়ক ও আকাশ পথে বিপুল সংখ্যক ভক্ত ওরশে অংশ নেবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আর/১০:১৪/১৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lH4pez
February 15, 2017 at 05:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন