কুমিল্লায় কর্মরত সাংবাদিককদের সঙ্গে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম অসৌজন্যমূলক আচরণ করেছেন। এর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশে জেলা প্রশাসনের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার তিনটি উপজেলা পরিষদের পুনঃনির্বাচন উপলক্ষে কুমিল্লায় আগত নবনিযুক্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর এ নির্বাচন অনুষ্ঠান বিষয়ে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান চলাকালে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের পরিচয় নিয়ে অসৌজন্যমূলকভাবে তাদের কক্ষ থেকে বের করে দেন।
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকেদের সঙ্গে এ অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে এক প্রতিবাদ সামাবেশের আয়োজন করা হয়। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও বিটিভির জাহাঙ্গীর আলম রতন, প্রথম আলোর গাজিউল হক সোহাগ, বাংলাদেশ বেতারের অশোক বড়ুয়া, একাত্তর টিভির কাজী এনামুল হক ফারুক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার সাংবাদিকদের সঙ্গে সুদীর্ঘকাল ধরে প্রশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে।
জেলা প্রশাসক মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়ে ডেকে এনে অসৌজন্যমূলকভাবে কক্ষ থেকে বের করে দিয়ে অপমান করেছেন। বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের সব ধরনের ইতিবাচক সংবাদ বর্জন করা হবে। বক্তারা আরো বলেন, মো. জাহাঙ্গীর আলম কুমিল্লায় যোগদানের পর থেকেই সাংবাদিকদের সঙ্গে যথেষ্ট দূরত্ব রাখছেন। নিমন্ত্রণ করলেও সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে তিনি যোগ দেন না, অধস্তন কোনো কর্মকর্তাকে পাঠান। এটাও অপমানজনক।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2mgNL5R
February 25, 2017 at 08:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন