কুমিল্লার বার্তা ডেস্ক ● কুমিল্লায় পুলিশ কর্মকর্তার ছেলের বিরুদ্ধে প্রতারণা করে আরব আমিরাতের এক ব্যবসায়ীর অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাস ও কুমিল্লার জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহাদাত হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তার পিতা জয়নাল আবেদীন বর্তমানে পার্বত্য জেলা বান্দরবানের রুমা থানার কৈক্ষ্যংঝিড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযোগে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের পুলিশ কর্মকর্তার ছেলে শাহাদাত হোসেন পিতার নাম ভাঙ্গিয়ে ও ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। বেশ কিছু ঘটনার পর এবার সংযুক্ত আবর আমিরাতে শাহাদাতের প্রতারণার ফাঁদে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গচ্ছি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ওই ব্যবসায়ী জানান, প্রতারক শাহাদাত দুবাইস্থ আমার পরিচালিত প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। আমি দীর্ঘদিন ধরে দুবাইতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। সে আমার কোম্পানির লেনদেন করার দায়িত্বে ছিল। গত বছরের ২৮ ডিসেম্বর দোকানের টাকা ও গ্রাহকের জমা টাকাসহ মোট ৪৯ হাজার দিরহাম আবুধাবী কমার্শিয়াল ব্যাংক হতে উত্তোলনকৃত এবং এটিএম মেশিন থেকে ৮ হাজার ৮শ’ দিরহাম দুবাই ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করাসহ মোট ৫৭ হাজার ৮শ’ দিরহাম, বাংলাদেশী টাকায় সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে কাউকে কিছু না জানিয়ে দোকানে থাকা তার পাসপোর্ট নিয়ে পরদিন সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করে। রফিকুল ইসলাম জানান, শাহাদাতের প্রতারণার কারণে কোম্পানির গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় আমাকে মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। সে সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আত্মসাৎ করে দুবাই থেকে বাংলাদেশে চলে আসে। কোম্পানির পক্ষ থেকে দুবাই পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দুবাই পুলিশের কাছে দায়ের মামলা নং : ৭৩৪ (নায়েফ)। কিন্তু সে দেশে চলে আসার কারণে আমিরাতে তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
রফিকুল ইসলাম আরও জানান, শাহাদাত দেশে গিয়ে বর্তমানে তার পুলিশ পিতা ও মাদক ব্যবসায়ী ভাইয়ের সহায়তায় আত্মগোপন করে আছে। এ প্রতারণার ঘটনায় আমি নিরুপায় হয়ে সংযুক্ত আবর আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কুমিল্লার জেলা প্রশাসকের (ডিসি) নিকট লিখিত অভিযোগ করেছি। কিন্তু এতে বাংলাদেশ থেকে তার পিতা পুলিশ পরিচয় দিয়ে আমাকে অভিযোগ প্রত্যাহারের জন্য অব্যাহত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে প্রতারক শাহাদাত হোসেনের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহাদাতের পিতা বান্দরবানের রুমা থানার কৈক্ষ্যংঝিড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, এটি আমার ছেলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সুত্রঃ যুগান্তর
from Comillar Barta™ http://ift.tt/2kSPlHG
February 11, 2017 at 04:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন