দুষ্কৃতীদের আক্রমণে আহত এএসআই, প্রশ্ন পুলিশের ভূমিকায়

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। রায়গঞ্জ থানার বীরসই গ্রাম পঞ্চায়েতের বাজিমাতপুর গ্রামের ঘটনা। বাসস্থানের কিছু জায়গা এলাকার দুষ্কৃতীদের হাতে তুলে না দেওয়ায় প্রহৃত হলেন রায়গঞ্জ কসবার চতুর্থ ব্যাটেলিয়নের এএসআই মিলনচন্দ্র দাস। গত ১৪ ফেব্রুয়ারি ডিউটি সেরে বাড়ি ফেরার সময় তাকে তুলে নিয়ে যায় বেশ কিছু দুষ্কৃতী। ঠিক তার পরেরদিনই বাড়ি থেকে এক কিলোমিটার দুরে তাহেরপুর এলাকায় আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মিলনবাবুকে। পরিবারের সদস্যরাও পাননি রেহাই। সমস্ত ঘটনা জানিয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানান, দুষ্কৃতীরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে। তাই তারা নিরুপায়। সহকর্মীর করা অভিযোগের তদন্তেরর ক্ষেত্রেও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2m2ZJMn

February 17, 2017 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top