মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি ::বিশ্বনাথ-পনাউল্লাহ বাজার-কামাল বাজার ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে সড়কের সংস্কার ও প্রসস্থকরণ কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। ওয়ার্ক অর্ডার হলে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত।
বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ ‘বিশ্বনাথ-পনাউল্লাহ বাজার-কামাল বাজার’ সড়কটি র্দীঘদিন ধরে সংস্কার না করায় সড়কের অনেক স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে গর্তের। সিলেট-ঢাকা মহাসড়কে অটোরিক্সা চলাচল নিষিদ্ধ হওয়ায় পর থেকে কামাল বাজার হয়ে এই সড়ক দিয়ে অটোরিক্সা যোগে সিলেট শহরে যাতায়াত করতে হচ্ছে উপজেলাবাসীকে। ফলে সড়কটি আরো বেহাল দশায় পরিণত হয়। জনগুরুত্বের দিক চিন্তা করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সামন থেকে কামাল বাজার (বিশ্বনাথ উপজেলার সীমানা) পর্যন্ত ১০ কিলোমিটার ৮শত মিটার সংস্কার ও প্রসস্থকরণ কাজের উদ্যোগ নেয়া হয়েছে।
এব্যাপারে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, জনগুরুত্বের কথা চিন্তা করে এই সড়কের দুই পাশে প্রসস্থকরণ ও সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। পর্যাক্রমে উপজেলার সকল রাস্তা পাকাকরণ ও সংস্কার করা হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k2FiAX
February 02, 2017 at 04:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন