কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ অপসারণ কাজ শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

বৃহম্পতিবার দুপুরে ২য় দিনের মত কুমিল্লার আদর্শ সদর উপজেলার আনন্দপুর, কমলপুর ও কালিকাপুরে প্রায় ৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ অপসারণ করা হয়। বাখরাবাদ কর্তৃপক্ষ পর্যায়ক্রমে এরকম মোট ২৫০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ অপসারণ করবে। অবৈধ লাইন স্থাপনে বাখরাবাদের কিছু ঠিকাদার ও কর্মকর্তা জড়িত বলে অভিযোগ রয়েছে।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লি. এর ব্যবস্থাপক (তড়িৎ ও রক্ষাণাবেক্ষণ) মো.জসিম উদ্দিন আহমেদ জানান, অবৈধ সংযোগ অপসারণ করার কার্যক্রম শুরু হয়েছে। অবৈধ সংযোগ অপসারণ করা হলে আবাসিক বৈধ গ্রাহকরা স্বাভাবিক চাপের গ্যাস পাবেন। অবৈধ সংযোগ স্থাপনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ অপসারণ শুরু appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kw06S0

February 02, 2017 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top