হায়দরাবাদ, ০৯ ফেব্রুয়ারি- বিরাট কোহলির মুকূটে যোগ হল আরও একটি পালক৷ প্রথম ভারত অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এক মরশুমে হাজার রানের মাইলস্টোন টপকালেন কোহলি৷ একই সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে ১১১ রানের অপরাজিত সেঞ্চুরি করলেন টিম ইন্ডিয়ার কাণ্ডারি৷ উপলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেটে ৩৫৬ রান তুলেছে ভারত৷ কোহলির ছাড়াও সেঞ্চুরি পেয়েছেন মুরলী বিজয়৷ ১০৮ রানের ইনিংস খেলেন ডানহাতি ওপেনার ওপেনার৷ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় চেতেশ্বর পূজারার৷ ব্যক্তিগত ৮৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ এদিন ভারতীয় ইনিংসের ৬৬ তম ওভারে তাইজুর ইসলামের ওভারে সিঙ্গলস নিয়ে হাজার রানের মাইলস্টোন টপকান কোহলি৷ সেই সঙ্গে তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে এক মরশুমে হাজার রান করলেন বিরাট৷এই কৃতিত্ব রয়েছে বীরেন্দ্র সেহওয়াগ ও সুনীল গাভাস্করের৷ হাজারের মাইলস্টোন টপকানোর পর এদিন টেস্ট কেরিয়ারে তাঁর ১৬তম সেঞ্চুরিটি করেন বিরাট৷ ১৪৫ বলে তাঁর ১১১ রানের অপরাজিত ইনিংস সাজানো এক ডজন বাউন্ডারিতে৷ ব্যক্তগিত ৪৫ রানে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে৷আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরির মালিক করুণ নায়ারকে বসিয়ে এদিন দলে আসেন রাহানে৷এদিন টস জিতে প্রথম ব্যাটিং নেয় ভারত৷ ইনিংসের প্রথম ওভারেই লোকেশ রাহুল ফিরলেও দ্বিতীয় উইকেটে বিজয় ও পূজারার ১৭৮ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত৷পূজারা ৮৩ রানে মেহেদি হাসানের বলে প্যাভিলিয়নে ফিরলেও সেঞ্চুরি মাঠে রেখে আসেননি বিজয়৷ সেঞ্চুরির পর অবশ্য তাইজুল ইসলামের বলে বোল্ড হন তামিল ওপেনার৷ ১০৮ রানের ইনিংসে এক ডজন বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন বিজয়৷ আর ৮৩ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি মারেন পূজারা৷ এর আগে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল৷ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলা রাহুল পেসার তাসকিন আহমেদের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন৷ আর/১০:১৪/০৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kXwLAa
February 10, 2017 at 04:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন