লাকসামে জাকির হত্যা মামলায় একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ● লাকসাম উপজেলায় ব্যবসায়ী জাকির হোসেন (২৫) হত্যা মামলায় একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে কুমিল্লার আদালত।

সোমবার কুমিল্লার আমলী ৪র্থ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর নাহার বেগম শিউলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লাকসাম সদরের পশ্চিমগাও গ্রামের বাবুল সাহা (৫৫), বাবুল সাহা’র স্ত্রী গীতা রাণী সাহা এবং ৩ ছেলে মিঠুন সাহা (২৩), টুটুল সাহা (২৬) ও শিমুল সাহা (১৯)।

মামলার বিবরণে জানা যায়- টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ৬ নভেম্বর রাত ৮টার সময় উপজেলার পশ্চিমগাঁও গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে জাকির হোসেন বাজার হতে বাড়ি যাওয়ার পথে পূর্ব-পরিকল্পিতভাবে দা, লাঠি, রামদা ও ছোরা দিয়ে জাকির হোসেনকে পিটিয়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর নিহত জাকির হোসেনের বড় ভাই এরশাদ মিয়া ওরফে খোকন (৩২) বাদি হয়ে একই গ্রামের বাবুল সাহা (৫৫), বাবুল সাহা’র স্ত্রী গীতা রাণী সাহা এবং ৩ ছেলে মিঠুন সাহা (২৩), টুটুল সাহা (২৬) ও শিমুল সাহা (১৯) এবং একই গ্রাম মরণ সাহা, মৃত সুধীর সাহার ছেলে অনুপম সাহা ওরফে আবু সাহা (৪৬), হারাধন সাহার ছেলে জয়দেব সাহাকে আসামী করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ আবুল বাশার মামলার তদন্তপূর্বক ৮ জন আসামীর মধ্যে ৩ জনকে মামলা হতে অব্যাহতি দেন এবং অপর ৫ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১১ সালের ৮ মার্চ দ-বিধির ৩০২/৩৪ ধারা অনুযায়ী আদালতে চার্জশীট দাখিল করেন। পরে আদালতে ১১ জন স্বাক্ষীর মধ্যে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে যু্িক্ততর্ক শুনানী শেষে ৫ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সংখ্যালঘু একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদ-সহ অনাদায়ে আরো ১ বছরের কারাদ- প্রদান করেন আদালত।

এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে বলেন, ঘটনার ৬ বছর ২ মাস ২১ দিন পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপক্ষে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আবু তাহের ও অ্যাড. আবু সায়েম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মাসুদ সালাউদ্দিন।



from Comillar Barta™ http://ift.tt/2mvwfHF

February 27, 2017 at 07:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top