ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হার। তবুও প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। হাতে এখনও বাকি আছে একটি ম্যাচ; কিন্তু বার্সার চাইতে এগিয়ে থাকার চেয়েও হেরে যাওয়ায় দারুণ ক্ষিপ্ত রিয়াল কোচ জিনেদিন জিদান। শীষ্যদের তিনি সরাসরি বলে দিয়েছেন, এভাবে এক পয়েন্ট এগিয়ে থাকার একেবারেই অর্থহীন, যদি এভাবে হেরে যাই আমরা। মেটসালা স্টেডিয়ামে প্রথম ৯ মিনিটেই বলতে গেলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ৪ এবং ৯ মিনিটে গোল দুটি করে বসেন সিমোনে জাজা এবং ফ্যাবিয়ান ওরেলানা। যদিও ৪৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো এক গোলের ব্যবধান কমান; কিন্তু পরাজয় এড়ানোর জন্য এটা মোটেও যথেষ্ট ছিল না। বাইরের সমালোচনা অবশ্য গায়ে মাখতে রাজি নন রিয়াল কোচ জিদান। তিনি বরং সমালোচকদের থামিয়ে দেয়ার জন্যই নিজ দলের খেলোয়াড়দের সচেতন করে দিলেন, লিড নিয়ে আত্মতৃপ্তিতে না ভোগার জন্য। কারণ, ২০১২ সালের পর এই প্রথম লিগ শিরোপা জয়ের সম্ভাবনা তাদের সামনে। জিদান বলেন, সত্য হলো, আমরা প্রথম ১০ মিনিটের মধ্যেই হেরে গিয়েছি। আমরা ভালো খেলেছি। সুযোগও তৈরি করেছিলাম; কিন্তু মাত্র দুটি ভুলই আমাদেরকে ২ গোল হজম করিয়ে দিলো। নিজেদের সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরে পড়লো জিদানের কণ্ঠে, আমরা ম্যাচে ফেরার জন্য পুরো ৮০ মিনিট সময় পেলাম। একটা গোলও করেছি; কিন্তু সুযোগ তৈরি করে মিস করেছি অনেকগুলো। বিশেষ করে দ্বিতীয়ার্ধে অনেক মিস হয়েছে। এটা সত্যিই লজ্জার। শিরোপা জয় সম্ভব কি না এ অবস্থায়? জিদান এখনই আশাবাদী হতে রাজি নন। তিনি বলেন, এটা এখনও অনেক কঠিন। অনেক দুর যেতে হবে। যদিও আমরাই এখনও এগিয়ে। তবে চিন্তা করে দেখুন, এভাবে হারলে কিন্তু এই এগিয়ে থাকাটার কোনো অর্থ হয় না। আর/১০:১৪/২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mgOnoS
February 24, 2017 at 04:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top