নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় কৌশলী হচ্ছেন ট্রাম্প

hডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড নির্বাচিত হবার পর থেকেই বিতর্ক তার পিছু ছাড়ছে না। বিতর্কই যেন তার নিত্যসঙ্গী। গত মাসে এক নির্বাহী আদেশে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করে দেশ-বিদেশে সমালোচিত হয়েছিলেন। পরে আদালত সেই আদেশ স্থগিত করে দেন।

এবার নতুন করে আবার ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তবে এই নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় কৌশলী হচ্ছেন তিনি। অবশ্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না দেশটির গ্রিন কার্ডধারীরা।

গত শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানান দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী জন কেলি।

কেলি বলেন, প্রেসিডেন্ট প্রথম নিষেধাজ্ঞার চেয়েও আরও কঠিন একটি নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে গভীরভাবে চিন্তা করছেন। একটি পরিকল্পনা নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের নিবৃত্ত করা হলেও গ্রিনকার্ডধারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2maP2al

February 19, 2017 at 11:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top