বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা

4ইরাকের রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রীন জোনে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। একটি বিক্ষোভ চলাকালে সংঘর্ষের কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

গ্রীন জোনে রকেট হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন ছাড়াও বিদেশী দূতাবাস রয়েছে।

এর আগে শনিবার নির্বাচন সংস্কারের দাবিতে কয়েক হাজার বিক্ষোভকারী ওই এলাকায় হামলা চালাতে চেষ্টা করে।

পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ২শ’ লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অধিকাংশই শিয়া আলেম ও নেতা মোক্তাদা আল-সদরের অনুসারী।

বিক্ষোভকারীরা জানিয়েছে, নির্বাচন কমিশনের সকল সদস্যই রাজনৈতিক দলগুলোর সাথে জড়িত। তাই এই কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয়।

শনিবার ওই এলাকায় কে বা কারা রকেট নিক্ষেপ করেছে তা জানা যায়নি



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l2yQeh

February 12, 2017 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top