অবৈধ হোমের হদিস সুখিয়াপোখরিতে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ জলপাইগুড়ির পর এবার দার্জিলিংয়ের সুখিয়াপোখরির অনুমোদনহীন হোম থেকে ১৬ জন বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে এল। নিখোঁজ শিশুদের নেপালে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসনের কর্তারাই।

সূত্রের খবর, বছর তিনেক হোমটি চালানোর পর প্রশাসন এ ব্যাপারে নজর দিতেই উধাও হয়ে গিয়েছে হোমের কর্ত্রী লিটি রাই। পাহাড়ের প্রত্যন্ত এলাকার গরিব পরিবার থেকে শিশুদের এনে ওই হোমে রাখা হত। প্রথমে বেআইনি ওই হোমের কোনো খবরই ছিল না প্রশাসনের কর্তাদের কাছে। হোমের এক নাবালিকা গর্ভবতী হয়ে পড়ায় জেলা শিশু সুরক্ষা সমিতির তদন্তে প্রকাশ্যে আসে বিষয়টি। ঘটনায় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সুখিয়াপোখরি থানায় লিখিত অভিযোগ করে কার্সিয়াং চাইল্ড লাইন। শিলিগুড়ির মহকুমাশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে তদন্ত শুরু করা হয়। এবার সুখিয়াপোখরির ঘটনা নিয়ে খোঁজখবর শুরু করেছে সিআইডি-ও।

দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘জেলায় বেশকিছু হোমের আইনগত কোনো বৈধতা নেই। আমরা তদন্ত শুরু করেছি। জলপাইগুড়ির ঘটনার পর নতুন করে তদন্ত শুরু হয়েছে প্রতিটি হোমে। সুখিয়াপোখরিতে যে হোমটি চলছিল সে সম্পর্কে আমাদের কাছে খবর ছিল না। পরবর্তী সময়ে জেলা শিশু সুরক্ষা সমিতির তদন্তে ওই হোমের যাবতীয় বেআইনি কাজকর্ম ধরা পড়েছে। এফআইআর হয়েছে। দার্জিলিং জেলায় দত্তক দেওয়ার জন্য কোনো বৈধ সংস্থা নেই। সেই কারণে দার্জিলিং থেকে বহু বাচ্চাকে জলপাইগুড়িতে পাঠানো হয়েছিল বিভিন্ন সময়। আমরা সেসব বাচ্চার বিষয়ে খোঁজ নিচ্ছি। তালিকা তৈরি করে জলপাইগুড়ির জেলাশাসককে পাঠানো হয়েছে। শিলিগুড়ির মহকুমাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার জন্য। আমরা পুরো বিষয়টির উপর নজর রাখছি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2lDOUkS

February 24, 2017 at 11:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top