নিজস্ব প্রতিবেদক ● দলীয় ভিত্তিতে এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের অন্য সংস্থার মতো উপজেলা পরিষদের নির্বাচন দলীয়ভাবে করার আইন করা হলেও এতোদিন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী ৬ মার্চ কুমিল্লার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সামনে অনুষ্ঠেয় ১৮টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম, কুমিল্লা চৌদ্দগ্রাম ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, কুমিল্লা সদর দক্ষিণ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়।
The post কুমিল্লার তিন উপজেলায় আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kCl6EM
February 07, 2017 at 04:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.