চল্লিশেও আপনি গর্জাস, ম্যাম ফর্টিদের বিউটি টিপস্

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ বয়স ফর্টি প্লাস? সাজে সংযম মাস্ট। তাহলে কি সাজ বন্ধ? উঁহু এক্কেবারেই নয়। বরং বয়স অনুযায়ী নিজেকে সাজালে চল্লিশ পেরিয়েও আপনিই গর্জাস।

১) চল্লিশের পর গাঢ় মেকআপ অতটা ভালো মানায় না। তাই ফাউন্ডেশন বাদ দিয়ে ব্যবহার করুন ট্রানসুলেন্ট পাউডার। মুখের হালকা দাগছোপ ঢাকতে এই পাউডারই যথেষ্ট।

২) একটু ভারী বয়সে সরু আই ব্রো বড্ড বেমানান। ভ্রু-র একটু চওড়া শেপ রাখলে বরং অনেকটা কমনীয় দেখায়। দরকারে দু-তিন মাস অন্তর আই ব্রো করুন। এতে নিজে থেকেই ভ্রু-র শেপ চওড়া হবে।

৩) চল্লিশের পর তৈলাক্ত ত্বকও শুষ্ক হয়ে পড়ে। তাই বারবার মুখ ধুলে মুখে টান ধরে অনেকেরই। আর্দ্রতা এবং ত্বকের স্বাভাবিক তেল ধরে রাখতে ত্বক পরিস্কার করতে বেছে নিন ক্রিম বেসড বা অ্যান্টি  এডিং ক্লেনজার।

৪) এবার প্রশ্ন, চোখকে কিভাবে সাজিয়ে তুলবেন? শুধু কাজল ও মাস্কারাই যথেষ্ট। কোনো জমকালো অনুষ্ঠানে গেলে পিচ বা ব্রাউন শেডের হালকা আইশ্যাডো লাগাতে পারেন। একইভাবে লিপসস্টিকের বেলায় পিচ, ব্রাউন বা পিংক রঙের লিপস্টিকও বেছে নিতে পারেন। চাইলে ন্যুড লিপও লাগাতে পারেন।

৫) কালো চুলে অল্প রুপোলি ঝিলিক খুব একটা মন্দ লাগে না। তবে সাদা চুলের পরিমাণ বেশি হলে হানি টোনের কালার করিয়ে নিতে পারেন। পাকা চুলও ঢাকল, আপনিও হলেন নতুনভাবে রঙিন।



from Uttarbanga Sambad http://ift.tt/2la5QNQ

February 25, 2017 at 02:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top