পরিবহন ধর্মঘটে নাকাল মানুষ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ জেলা প্রশাসনের আবেদনকে গুরুত্ব না দিয়ে শুক্রবার মালদা জেলা জুড়ে পরিবহণ শিল্পে ধর্মঘটে শামিল হলেন পরিবহণ শ্রমিকেরা। বেসরকারি পরিবহণ ধর্মঘটে নাজেহাল সাধারণ যাত্রী থেকে স্কুল-কলেজের পড়ুয়ারা। যাত্রী পরিবহণের একমাত্র উপায় ছিল সরকারি বাস। এছাড়াও বিক্ষিপ্তভাবে চলাচল করছে ছোটো যানবাহন। বাস ধরার হুড়োহুড়িতে আহত দুই যাত্রী। পরপর দুদিন ধর্মঘটের পরও টোল ট্যাক্স কমানোর কোনো ইঙ্গিত না মেলায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ফের আন্দোলনে নামতে চলেছে পরিবহন সংগঠনগুলি।

জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন, ‘টোল ট্যাক্স কমানোর বিষয়টি সম্পূর্ণ জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে। এই ব্যাপারে রাজ্য বা জেলা প্রশাসনের কোনো ভূমিকা নেই। তবুও বিষয়টি রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে এখনই বৃহত্তর আন্দোলনের পথে না যাওয়ার আবেদন জানানো হয়েছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kFGc3l

February 17, 2017 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top