উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ বিগত কিছুদিনের ট্রেন দুর্ঘটনাকে মাথায় রেখে রেলের সুরক্ষার ওপর জোর দিয়ে রেলের সুরক্ষা উন্নয়নের দাবি জানানো হয়। অভিযোগ, রেলের রেজিস্টার্ড ইউনিয়নের কর্মীরা অফিসের কাজের পরিবর্তে ইউনিয়নের কাজে বেশি নিযুক্ত হওয়ায় রেলের এবং কর্মীদের সুরক্ষার বিষয়ে বেশি নজর দিতে পারছে না। এইসব বিষয় সম্বলিত একটি দাবিপত্রের প্রতিলিপি অল ইন্ডিয়া রেলমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেনেরপ সাধারণ সম্পাদককে পাঠানো হয়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মজদুর ইউনিয়নের পক্ষ থেকে সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ৬ ফেব্রুয়ারি কালাদিবস হিসাবে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kxMi7o
February 06, 2017 at 02:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন