কলোম্বো, ০৯ ফেব্রুয়ারি- দীর্ঘ ইনজুরি আর অসুস্থতা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের লঙ্কান দল ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে খেলেছিলেন মালিঙ্গা। এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। হাঁটুর ইনজুরির কারণে পরবর্তীতে তিনি দল থেকে ছিটকে পড়েন। এমনকি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলেও খেলতে পারেননি। পরে ডেঙ্গুর কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকেও বাদ পড়েন। এদিকে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন উপল থারাঙ্গা। হাঁটুর ইনজুরির কারণে ম্যাথুজ বর্তমানে বিশ্রামে রয়েছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো ১৯ ফেব্রুয়ারি জিলংয়ে ও ২২ ফেব্রুয়ারি এডিলেডে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা স্কোয়াড: উপল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারাত্নে, দিলশান মুনাভিরা, কুশাল মেন্ডিস, মিলান্ডা সিরিভারদেনা, সচিত পাথিরানা, চামারা কাপুগেদারা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, ডাসুন চানাকা, লক্ষ্মণ সানদাকান, লাসিথ মালিঙ্গা, ভিকুম সঞ্জয়। আর/১৭:১৪/০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kvhW7c
February 09, 2017 at 11:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top