আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। একটি ফুটবল স্টেডিয়ামে এই দর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার অ্যাঙ্গোলার উত্তারাঞ্চলের শহর উইজিতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই খেলা দেখতে আসা দর্শকের সংখ্যা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল। ঢুকতে না পেরে সমর্থকরা হুড়োহুড়ি শুরু করলে শতাধিক আহত হন। শেষ পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সান্তা রিতা দি ক্যাসিয়া ০-১ গোলে পরাজিত হয়েছে।
স্থানীয় একটি হাসপাতালের মহাপরিচালক আর্নেস্তো লুইস রয়টার্সকে বলেছেন, কাউকে কাউকে একেজনের পিঠের উপর দিয়ে হেঁটে যেতে হয়েছে। আমার ৭৬ জনকে আহত অবস্থায় পেয়েছি, যাদের মধ্যে ১৭ জন মারা যান। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোসে এদুর্দো দস সান্তোস
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kZd2k1
February 11, 2017 at 10:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন