মুম্বাই, ০৫ ফেব্রুয়ারি- দুর্নিবার গতিতে দুনিয়া মাতিয়ে চলেছেন দেশি গার্ল। প্রথমে কোয়ান্টিকো, তারপর হলিউড ডেবিউ বেওয়াচে চেপে বিশ্ব চলচ্চিত্রে জাঁকিয়ে বসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেক দিন আগেই। এবার IMDb-র সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটির তালিকায় লিওনার্দো ডিক্যাপ্রিও-সহ বহু বাঘা বাঘা হলিউডি স্টারদের পেছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনিই একমাত্র ভারতীয় যাঁর নাম উঠে এসেছে এই তালিকায়। আইএমডিবি-র জনপ্রিয়তম সেলিব্রিটিদের তালিকায় ৫৫ নম্বরে জায়গা করে নিয়েছেন কোয়ান্টিকো গার্ল। লিওনার্দো ছাড়াও পিগ্গি চপসের পেছনে রয়েছে জেনিফার অ্যানিসটন, এমা ওয়াটসন, জনি ডেপ ও স্কারলেট জনসনের মতো হলিউডের বড় বড় স্টারদের নাম। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন ৩৪ বছরের এই অভিনেত্রী। অস্কারের প্রেজেন্টার হিসেবেও নিজেকে তুলে ধরেছেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানীয় মঞ্চে। দিনকয়েক আগে তাঁর মুকুটে যুক্ত হয়েছে ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাস্যাডরের সম্মান। আর/১০:১৪/০৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jQO6GC
February 06, 2017 at 12:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন