বিশ্বনাথ সিলেট প্রতিনিধি :: সিলেট জেলার ওসমানীনগর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফেরদৌস খানকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বৈধ ঘোষনা করেছেন হাইকোর্ট। এক রীট পিটিশনের আবেদনের প্রাথমিক শুনানী শেষে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফেরদৌস খানকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বৈধ ঘোষনা আদেশ প্রদান করেন হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এ.কে.এম জহিরুল হক। স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনার সহ ৫ জনের উপর ৪ সপ্তাহের রুল জারি করেছেন আদালত। আবেদনকারীদের পক্ষে মামলা দায়ের করেন এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া ও শুনানীতে অংশ গ্রহণ করেন সিনিয়র আইনজীবী এ্যাড আব্দুল মতিন খসরু।
ফেরদৌস খানের উচ্চ আদালতের আইনজীবী এ্যাডঃ মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া, রীট আদেশের সূত্রে সাংবাদিকদের বলেন, সিলেট জেলার ওসমানী নগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মনোয়ন পত্র দাখিল করেছিলেন মোঃ ফেরদৌস খান। গত ১০ ফেব্রুয়ারী যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটানিং অফিসার তাঁর প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। উক্ত বাতিল আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করলে সিলেট জেলা প্রশাসক সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের আদেশ বহাল রাখেন।
এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নাই বলে গত ১৬ ফেব্রুয়ারী এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। উক্ত প্রার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রীট পিটিশন দায়ের করেন ফেরদৌস খান। বৃহস্পতিবার প্রাথমিক শুনানীর শেষে আদালত ফেরদৌস খান এর স্বতন্ত্র প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন এবং প্রতীক বরাদ্দ দেওয়ায় নির্দেশনা প্রদান করেন। উক্ত আদেশের আলোকে ওসমানীঅনগর উপজেলা পরিষদ নির্বাচনে ফেরদৌস খান ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোন বাধা থাকলো না বলে জানান তিনি।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2m2koDE
February 27, 2017 at 07:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.