তৃণমূল ছাড়লেন আব্দুল করিম

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামপুরঃ ইসলামপুর কেন্দ্রের বিগত নয় বছরের বিধায়ক অব্দুল করিম চৌধুরি শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। এর আগে বৃহস্পতিবার তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকেও সরিয়ে দেওয়া হয়। তিনি এদিন ঘোষণা করেন বাংলা বিকাশবাদী পার্টি গঠন করেছেন তিনি। ওই পার্টি শুক্রবার থেকেই প্রস্তাবিত রাজনৈতিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে। পার্টির কনভেনার হিসাবে কাজ করবেন করিমবাবু। আসন্ন নতুন বাংলা বছরের শুরু থেকে এই দল মানুষের সেবা করবে বলে জানিয়েছেন তিনি। ইসলামপুর কলেজের গন্ডগোলের জন্য চোপরা, ইসলামপুরের বিধায়ক হামিদুল রহমান ও কানাইয়ালাল আগরওয়ালকে দায়ী করেন তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2mk7C0R

February 24, 2017 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top