কলম্বো, ১৭ ফেব্রুয়ারি- সুপার সিক্সের শুরুটা ভালোই ছিল; আয়ারল্যান্ডকে পরাস্ত করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না রোমানা আহমেদের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। কলম্বোতে আগে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভার খেলেছে ঠিকই তবে ধীর গতির ব্যাটিংয়ের কারণে ৮ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি। জবাবে ৩৩.৩ বল খেলেই (৯৯ বল বাকি থাকতেই) মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ভারত। লক্ষ্য তাড়া করতে নামা ভারতের উদ্বোধনী জুটিতে আসে ২২ রান। খাদিজাতুল কুবরার বলে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন দীপ্তি শর্মা। এরপর আর উইকেট হারায়নি ভারত। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোনা মেশরাম (৭৮*) ও অধিনায়ক মিথিলা রাজ (৭৩*)। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১১ রানে যোশির বলে সাজঘরে ফেরেন শারমিন (৭)। এরপর দ্রুত সানজিদা (২) বিদায় নিলে চাপে পরে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আকতারকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন ফারজানা। ৩৫ রান করে শারমিন বিদায় নিলেও ফারজানা তুলে নেন নিজের চতুর্থ অর্ধশত। দলের পক্ষের সর্বোচ্চ ৫০ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। আর শেষ দিকে নিগার সুলতানা ১৮ ও সালমা খাতুন ১৪ রান করলে ১৫৫ রানের সংগ্রহ পায় রোমানা বাহিনী। ভারতের পক্ষে মানসি যোশি নেন ৩ উইকেট। আর/১৭:১৪/১৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kQszPK
February 18, 2017 at 12:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন