ঢাকা, ০২ ফেব্রুয়ারি- দলে নেই মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনের মতো ক্রিকেটাররা। তারপরও ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে কেন্দ্র করে ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেটাকে বাংলাদেশের সেরা স্কোয়াড বলে দাবি করছেন মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন টেস্ট অধিনায়ক। তিনি বলেন, আমার মনে হয়, এখন যে কজন খেলোয়াড় আছে, আমরা যে নিউজিল্যান্ডে খেলে এলাম, সব কিছু বিবেচনা করে, যারা ফর্মে আছে তাদেরই দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে স্কোয়াড দেওয়া হয়েছে, এটাই বাংলাদেশের এখনকার সেরা স্কোয়াড। রুবেল বাদ পড়ার পাশাপাশি বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অন্যদিকে মুস্তাফিজুর রহমান মানসিকভাবে ফিট না থাকার কারণে তাকে দলে রাখা হয়নি। জায়গা হয়েছে ইনজুরি কাটিয়ে ফেরা পেসার শফিউল ইসলাম আর সোহানের বদলি লিটন কুমার দাসের। বিতর্ক রয়েছে সোহানকে বাদ দিয়ে লিটনকে ফেরানো নিয়েও। সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন ওঠে দল নির্বাচনে মুশফিকের প্রভাব কিংবা মতামত কতটুকু ছিল? উত্তরে অধিনায়ক বলেন, এটা তো সবসময়ই থাকে। কোচের সঙ্গে কথা হয়েছে। নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। খুব বেশি ডিবেট করার কিছু থাকে না। এটা অবশ্য প্রকাশ্যে বলা ঠিক না। এতটুকু বলতে পারি যে, এটা আমাদের সবার সম্মতিতে হতে থাকে। রেজাল্টের উপর স্কোয়াড নির্ভর করে না। এটাই আমার মনে হয় বেস্ট স্কোয়াড। আমার মনে হয় সবার উচিত এই স্কোয়াডকে উইশ করা। আর/১২:১৪/০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jYC956
February 02, 2017 at 06:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top