কলম্বো, ০৮ ফেব্রুয়ারি- নারী বিশ্বকাপ বাছাইপর্বের ৮ম ম্যাচে বাংলাদেশকে ২২৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন বিসমা মারুফ (৩৫)। এছাড়া ওপেনার আয়েশা জাফরা ও রাবিয়া সাহ্ করেন ৩৪ রান করে। বাংলাদেশের পক্ষে একাই তিন উইকেট তুলে নেন অধিনায়ক রুমানা আহমেদ। এছাড়াও সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা নেন ২টি করে উইকেট। জাহানারা আলম নেন একটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকের বিপক্ষে ১১৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল ৭ ফেব্রুয়ারী থেকে শ্রীলঙ্কায় শুরু হয়েছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের ম্যাচ চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাইপর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ ফেব্রুয়ারি। এফ/১৫:৩২/০৮ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kqum08
February 08, 2017 at 09:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top