মাদ্রিদ, ০৭ ফেব্রুয়ারি- আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। কোচ লুইস এনরিকে এর জবাবে দাবি করেছেন, মেসিসহ সব খেলোয়াড়ের সঙ্গেই বোঝাপড়াটা তার দারুণ। কোনো কিছুই তিনি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের কাছ থেকে লুকান না। শনিবার ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে ৬৪তম মিনিটে মেসিকে বসিয়ে সের্হি রবের্তোকে নামান এনরিকে। ওই ম্যাচে ফ্রি-কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন আর্জেন্টাইন তারকা। ওই ম্যাচের আগে এ বছরে বার্সেলোনার সব ম্যাচের পুরোটা সময় খেলেছিলেন দারুণ ছন্দে থাকা মেসি। তুলে নেওয়ার সময় মেসিকেও কিছুটা বিরক্ত দেখা যায়। কিছুক্ষণ পরেই অবশ্য বিশ্রামে থাকা লুইস সুয়ারেসের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে হাসতে দেখা যায় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসিকে কিছুটা বিশ্রাম দেওয়ার ভাবনাতেই ওই দিন তাকে তুলে নিয়েছিলেন বলে জানান এনরিকে। মেসির মাঝে মধ্যে বিশ্রাম দরকার, বিষয়টা তাকে কিভাবে বুঝিয়েছেন এনরিকে? সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বুঝাইনি। প্রতিদিনের পরিস্থিতি নিয়ে আমি স্বাভাবিকভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। আমাদের মধ্যে আসলেই কোনো গোপনীয়তা নেই। সব কোচই তাদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। লিওনেল মেসির সঙ্গে কথা না বলার বিষয়টা ভাবুন তো- বিষয়টা হাস্যকর হবে। আতলেতিকোর মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে স্প্যানিশ কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ফিরতি পর্বের ম্যাচটি। এফ/০৮:১২/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kMDmx1
February 07, 2017 at 02:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top