নাচোলে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ নাজমুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছে উপজেলার বিভিন্ন সাংবাদিক বৃন্দ।রোববার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নবাগত ইউএনও এর সাথে সৌজন্য সাক্ষাত করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক মতিউর রহমান, নাজিম আল মামুন, সহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার, নাসিম আলী, তসিকুল ইসলাম, রায়হান মাহমুদ সুইট প্রমুখ। নবাগত ইউএনও ২৯তম বিসিএস ক্যাডার হিসেব প্রশাসনে যোগদান করেন। তিনি এর আগে খুলনা জেলার কাপাসিয়া উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে সোমবার দুপুর ১২টার দিকে নাচোল  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 
এর আগে সকালে বিদায়ী ইউএনও মোহাম্মদ রাশেদ ওয়াসিফ এর সাথে সাক্ষাতকালে উপজেলার সাংবাদিকগণ তাঁর ব্যক্তিগত ও ভবিষ্যত কর্মজীবনের সাফল্য কামনা করে বিদায় দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৭




from Chapainawabganjnews http://ift.tt/2lMDNHN

February 27, 2017 at 12:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top