কুমিল্লা সিটি নির্বাচনে ৭৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার বিকেল পর্যন্ত মেয়র প্রার্থী, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরসহ ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বৃহস্পতিবার মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

শনিবার সাধারণ আসনে ৬৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. শাহ জাহান। 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর নির্দেশও দেয়া হয়েছে।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ। প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ। 



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2ld8Gll

February 26, 2017 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top