সুরঞ্জিত সেন গুপ্তকে শেষ শ্রদ্ধা জানালেন সিলেটবাসী

16508902_709855089177121_8151590899803423019_n-1

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে শেষ শ্রদ্ধা জানালেন সিলেটবাসী।   সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহবাহী অ্যাম্বুলেন্স সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী মঞ্চে রাখা সুরঞ্জিতের মরদেহে ফুল দিয়ে আওয়ামী লীগ-বিএনপিসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় সুরঞ্জিত সেনের মরদেহ বহনকারী হেলিকপ্টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সুরঞ্জিত সেন গুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেন গুপ্তসহ ১৩ সদস্যের একটি প্রতিনিধি লাশের সাথে সিলেটে আসে।

16602941_709844779178152_5992209287832151080_nসিলেট শহীদ মিনারে এক ঘন্টা রাখার পর দুপুর ১২টায় দিকে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে  লাশ সুনামগঞ্জ কালেক্টরেট, শাল্লা উপজেলা হয়ে দিরাইয়ে নিয়ে যাওয়া হবে। দিরাইয়ের আনোয়ারপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, রোববার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেন গুপ্ত।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lgnLUx

February 06, 2017 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top